নেপালের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ধন বাহাদুর ওলী আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
এসময় নেপালের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা এবং নেপালের সাবেক প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা সফরে বিশ্ববিদ্যালয়ে জনবক্তৃতা আয়োজনের বিষয়ে মতবিনিময় করেন তারা।
ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি দিলি আচার্য্য উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম