জামিনে মুক্তি পেলেন ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবীউল্লাহ নবী। আজ বুধবার বিকেলে রাজধানীর কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি।
এর আগে মঙ্গলবার হাইকোর্ট থেকে জামিন পান রাজপথে বিএনপির এই লড়াকু নেতা।
গত ১ জুন নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে গেলে জামিন নামঞ্জুর করে নবীউল্লাহ নবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
গাড়ি পোড়ানো ও নাশকতাসহ প্রায় ২৫টি মামলায় জড়ানো নবীউল্লাহ নবীর মুক্তিতে মিষ্টিমুখ করেছেন তার নির্বাচনী এলাকার (ডেমরা-যাত্রাবাড়ী) সমর্থকরা।
বিডি প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম