চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির যুগ্ম সম্পাদক তাকিবুল হাসান তকিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় হাটহাজারী সদরের মীরহাট থেকে তাকে গ্রেফতার করে হাটহাজারী থানা পুলিশ। গ্রেফতার হওয়া তকি’র বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানায় হাটহাজারী থানা পুলিশ।
উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি বলেন, "তকি’র বিরুদ্ধে থাকা সব মামলায় জামিনে রয়েছে সে। তারপরও পুলিশ তাকে গ্রেফতার করেছে। তকি’কে মুক্তির দাবিতে কর্মসুচী ঘোষণা করবে উত্তর জেলা ছাত্রদল।"
বিডি-প্রতিদিন/১৯ অক্টোবর, ২০১৬/তাফসীর