বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। আজ রাজধানীর উত্তরা আইইউবিএটি ইউনিভার্সিটির অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয়ের ৭৩তম ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, প্রযুক্তিজ্ঞানসম্পন্ন আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার শিক্ষা। আধুনিক উন্নত বাংলাদেশ গড়তে প্রযুক্তিজ্ঞানকে কাজে লাগানো ছাড়া বিকল্প নেই।
ছাত্র-ছাত্রীদের গণতন্ত্রের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিজেদের পরিচ্ছন্ন জীবন গড়ে তোলার আহ্বান জানিয়ে শামসুর রহমান শরীফ বলেন, নিজেকে গড়া হলে একটি সুন্দর পরিবার গড়া হবে, সুন্দর পরিবার গড়া হলে এদেশ সোনার বাংলা হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে।
ভূমিমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তিজ্ঞানভিত্তিক ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্র৬ত্যেক ছাত্র-ছাত্রীকে লেখাপড়ায় আরও মনোযোগী হতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মাহমুদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে রানার ওয়েল ও গ্যাস কোম্পানি লিমিটেডের ভারপ্রাপ্ত সচিব ড. মো. মজিবুর রহমান, অধ্যাপক ড. মনিরুল ইসলাম, প্রফেসর আব্দুল হক, ড. উৎপল কান্তি দাশ প্রমুখ বক্তব্য রাখেন।
সপ্তাহব্যাপী ৭৩তম ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা তাদের পরিচয় দেন। ২০১৬ সালের ফল সেমিস্টারে কলেজ অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ৪টি বিভাগের ওরিয়েন্টেশন শুরু হয়।
বিডি প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম