রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হল সংলগ্ন নর্দমা থেকে আব্দুল মোত্তালিব লিটু নামে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে হলের নিচতলায় ডাইনিংয়ের পাশের নর্দমা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আব্দুল মোত্তালিব লিটু বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি ওই হলের (নবাব আব্দুল লতিফ) ২৫৩ নম্বর কক্ষে থাকতেন। তার বাড়ি ঝিনাইদহের হরিণাকুন্ডু। তার বাবা বদরুদ্দিন পেশায় ট্রাকচালক।
রাজশাহী মহানগর পুলিশের (পূর্ব) সহকারী কমিশনার জাফর সাদিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'প্রাথমিকভাবে এটা হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে নিশ্চিত হওয়ার জন্য তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।'
এদিকে আব্দুল মোত্তালিব লিটুর সহপাঠীদের কাছ থেকে জানা গেছে, ট্রাকচালক বাবা অর্থনৈতিকভাবে সচ্ছল না হওয়ায় সব সময় মনোকষ্টে ভুগতেন তিনি।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হয়েও পরবর্তীতে বিষয় বদল করে গণযোগাযোগে চলে এসে ক্যারিয়ার নিয়ে হতাশায় ভুগতেন লিটু।
এসব চাপের কারণে তিনি এক বছর পরীক্ষায় উপস্থিত না হয়ে ড্রপও দেন বলে জানান সহপাঠীরা।
বিডি প্রতিদিন/ ২০ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম/ আফরোজ