চট্টগ্রামের চান্দগাঁও থানার বালুরটালের সিএনবি এলাকায় অগ্নিকাণ্ডে একটি গাড়ির গ্যারেজ পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে লাগা এ অগ্নিকাণ্ডে প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশন অফিসার রূপন কান্তি বিশ্বাস জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে একটি গাড়ির গ্যারেজ পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালুরঘাট স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি প্রতিদিন/ ২০ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম