গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবক (২৫) নিহত হয়েছেন। নিহতের শরীরে ছাই রংয়ের প্যান্ট ও সাদা-কালো-লাল রংয়ের প্রিন্টের শার্ট রয়েছে।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানান জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া।
তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ওই যুবক সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এসময় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়িতে নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৬/মাহবুব