ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্বজনদের ফেলে যাওয়া সেই জোড়া লাগানো যমজ শিশুর মারা গেছে। বুধবার রাত ৩টার দিকে নবজাতক ওয়ার্ডের ইনকিউবিটরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এই যমজ।
জন্মের পর ঢামেকে ফেলে পালিয়ে যায় এই যমজের পরিবারের সদস্যরা। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এই শিশুর চিকিৎসার দায়িত্ব সরকার নেবে বলে ঘোষণা দেন। পরবর্তীতে এই যমজের চিকিৎসায় গঠিত হয় মেডিক্যাল বোর্ড।
পেডিয়াট্রিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহনুর ইসলাম আজ বৃহস্পতিবার জোড়া লাগানো যমজ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জন্মের পর থেকেই আশঙ্কাজনক অবস্থায় ছিল এই জোড়া লাগানো যমজ শিশু। তাদের মাথা থেকে বুক পর্যন্ত জোড়া লাগানো ছিল।
বিডি-প্রতিদিন/ ২০ অক্টোবর, ২০১৬/ আফরোজ