রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপুর বাড়িতে চলছে শোকের মাতম। সকালে গ্রামের বাড়ি ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মকিমপুর গ্রামে লিপুর মৃত্যুর খবর পৌঁছালে কান্নায় ভেঙ্গে পড়ে সবাই।
বড় ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা জানু বেগম। কিছুতেই কান্না থামানো যাচ্ছে না লিপুর ছোট বোনের। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল মোত্তালিব লিপু। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের লতিফ হলের ডাইনিং রুমের পাশে নর্দমা থেকে লিপুর লাশ উদ্ধার করা হয়।
লিপুর মাথায় আঘাতের চিহ্ন ছিল। এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। স্বজনদের দাবি, লিপুকে হত্যা করা হলে অভিযুক্তদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়।
বিডি প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৬/ফারজানা