ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে চট্টগ্রাম নগর থেকে যোগ দেবেন ১৩৬ জন কাউন্সিলর। বুধবার রাতে ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’- এই স্লোগানকে ধারণ করে আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম ত্রি-বার্ষিক এ কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কাউন্সিল উৎসবমুখর, আনন্দঘন পরিবেশে ও জাকজমকপূর্ণ করতে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন বলেন, “নগর আওয়ামী লীগের কাউন্সিলর সংখ্যা ১৩৬ জন নির্ধারণ করা হয়েছে। এখন তা নগর কমিটিকে জানিয়ে দেওয়া হবে।”
আগের বারের চেয়ে বেশি সংখ্যক কাউন্সিলর নিয়ে সম্মেলনে অংশ নেওয়ার কথা আগেই কেন্দ্রকে জানিয়েছিলেন চট্টগ্রাম নগরীর নেতারা।
২০১২ সালে হওয়া দলের ১৯তম কাউন্সিলে চট্টগ্রাম নগরীর জনসংখ্যা ২৮ লাখ ধরে কাউন্সিলর করা হয় ১১১ জনকে।
বিডি প্রতিদিন/ ২০ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম