‘চিন্তার বিকাশে, গণিতকে রাখো পাশে’ এ শ্লোগানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের উদ্যোগে আগামীকাল শুক্রবার তৃতীয় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। জাবি স্কুল ও কলেজে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সংগঠনের সভাপতি মো. আবু সাঈদ এ তথ্য জানান।
এবারে গণিত অলিম্পিয়াডে নবীনগর ও ঢাকা অঞ্চলের প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির প্রায় আড়াই হাজার শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। প্রথম শিফটের সকাল ৯টা থেকে ১০টা এবং দ্বিতীয় শিফটের ১১টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ১৫ মার্কের এমসিকিউ, ১৫ মার্কের এক কথায় প্রকাশ এবং ২০ নাম্বারের দুটি সৃজনশীলসহ মোট ৫০ মার্কের প্রশ্ন থাকবে। অলিম্পিয়াডে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে সনদ প্রদান এবং প্রতিটি ক্লাসের প্রথম ১৫ জন করে মোট ৭৫ জনকে পুরস্কৃত করা হবে। এবার গণিত অলিম্পিয়াডের উদ্বোধন করবেন ওয়াজেদ মিয়া গবেষণাগার কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. খবির উদ্দিন।
বিডি-প্রতিদিন/ ২০ অক্টোবর, ২০১৬/ আফরোজ