ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে পরীক্ষা।
এবার ‘ক’ ইউনিটের পরীক্ষায় এক হাজার ৭৪৫ আসনের পরীক্ষা দেবেন ৯০ হাজার ৪২৭ জন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৭টি কেন্দ্রে পরীক্ষা হবে। ক্যাম্পাসের বাইরে কেন্দ্র রয়েছে ২৯টি।
কেন্দ্রীয় ভর্তি কমিটির নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা যে কোনো ধরনের টেলিযোগাযোগ ইলেক্ট্রনিক যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে।
ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।
বিডি প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৬/ফারজানা