আশুলিয়ায় মানসিক ভারসাম্যহীন সাব-রেজিস্ট্রার গাজী আবু হানিফকে অপসারণের দাবিতে সকাল থেকে তার নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে সকল দলিল লেখক সদস্যরা। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ওই সাব-রেজিস্ট্রি কার্যালয়ে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েও ব্যার্থ হয়। পরে পুলিশের সদস্যদের সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে মোতায়েন করে রাখা হয়েছে।
এ সময় সাব-রেজিস্ট্রার গাজী আবু হানিফ অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে বলে জানান বিভিন্ন সংবাদকর্মীরা। এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক ওমর আলী জানান, অবরুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এ ব্যাপারে দলিল লেখক সমিতির সভাপতি তালুকদার তাজুল ইসলাম জানান, টানা ২৬ দিনের কলম বিরতিতে সরকার প্রায় ৩০কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। খুব দ্রুত সাব-রেজিস্ট্রার গাজী আবু হানিফকে অপসরণ করে তার স্থানে ভালো একজনকে নিয়োগ দেওয়ার জন্য দাবি জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার