নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৃথক দুইটি স্থানে এসব ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, ফতুল্লার নন্দলালপুর এলাকায় প্রাইম টেক্সটাইলে বৃহস্পতিবার বিকেলে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ার হোসেন (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রায় একই সময় ফতুল্লার লালখা এলাকায় জুয়েল মাদবরের ভাড়া দেওয়া বাসায় স্বামীর সঙ্গে অভিমান করে জুলেখা বেগম নামে এক গার্মেন্টস শ্রমিক আত্মহত্যা করেছেন।
জুলেখার স্বামী হেলাল জানান, বুধবার রাতে জুলেখার সঙ্গে ঝগড়া হয়। এতে বৃহস্পতিবার বিকেলে তিনি আত্মহত্যা করেছেন। ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ