ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটকে সামনে অ্যাম্বুলেন্স চাপায় আহত আরেকজনের মৃত্যু হয়েছে। তার নাম রমজান আলী (৩০)। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ নিয়ে ওই দুর্ঘটনায় মোট পাঁচজন নিহত হলেন।
গত ১৫ অক্টোবর সকাল সোয়া নয়টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের মূল ফটকের সামনে ‘মানব সেবা’ নামের একটি অ্যাম্বুলেন্সের চাপায় অন্তঃসত্ত্বা নারীসহ চারজন নিহত হন।
ওই দুর্ঘটনায় আহত হন রমজান আলীসহ আরও তিনজন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ