ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন শনি ও রবিবার (২২ ও ২৩ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ পাশে তৈরি করা হয়েছে নৌকাসদৃশ বিশাল আকৃতির মঞ্চ।
‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’ স্লোগানকে সামনে রেখে এই সম্মেলন হতে যাচ্ছে।
সম্মেলন উপলক্ষে ঢাকা আরিচা মহাসড়ক সেজেছে যেন এক নতুন রূপে। মহাসড়কের আশুলিয়ার নবীনগর থেকে আমিনাবাজার পর্যন্ত অর্ধশতাধিক তোরণ নির্মাণ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তোরণের পাশাপাশি মহাসড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের ছবিও শোভা পাচ্ছে। আলোকসজ্জায় ঝলমল করছে প্রতীকী নৌকাগুলো।
এছাড়া বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জামগড়া থেকে তুরাগ পর্যন্ত অর্ধশতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ২১ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম