গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কবিরপুর এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে বাসের ধাক্কায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিনগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালকের নাম মমিন মিয়া (৪০)। নিহত মোমিন মিয়া সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার নিমগাছি এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।
সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় পরিবারসহ বাসা ভাড়া থেকে রিকশাভ্যান চালাতেন মমিন মিয়া। শুক্রবার রাতে কবিরপুর এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে একটি বাস তার রিকশাভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানচালকসহ রিকশাভ্যানটি সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মমিন মিয়ার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৭