রাজধানীর বিমানবন্দর এলাকায় অপু মাতবর (২৩) নামে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ছিনতাই করে পালানোর সময় তাকে লক্ষ্য করে পুলিশ পেছন থেকে গুলি চালায়।
জানা যায়, বনরূপা এলাকায় দুই ছিনতাইকারী অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যক্তির কাছে থেকে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ গুলি চালায়। এতে ছিনতাইকারী অপু গুলিবিদ্ধ হলে পুলিশ তাকে আটক করে। তবে অন্য ছিনতাইকারী পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে বিমারবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, অপুর পায়ে গুলি লেগেছে। চিকিৎসার জন্য রাত ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। অপুর কাছে দু’টি চাপাতি উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৭/হিমেল