ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাসের ধাক্কায় বিউটি আক্তার (২৫) নামে লেগুনাযাত্রী এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৭ জন আহত হয়েছেন।
রবিবার রাতে উপজেলার ঝিলমিল আবাসিক প্রকল্পের সামনের কলম কারখানা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণী নাম বিউটি আক্তারের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাওয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি রাতে দক্ষিণ কেরানীগঞ্জের কলম কারখানা সংলগ্ন সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি লেগুনাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তরুণীর মৃত্যু হয়। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম