মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। গণমাধ্যম যদি গুরুত্বের সঙ্গে এ সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে আগ্রহ নিয়ে এগিয়ে আসে তবে মাদক নিয়ন্ত্রণের চলমান লড়াইটা আরও সহজ হয়ে যাবে। 'মাদকের ভয়াবহ আগ্রাসন' শীর্ষক গোলটেবিল বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান এসব কথা বলেছেন। শনিবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে ওই বৈঠকের আয়োজন করা হয়।
খন্দকার রাকিবুর রহমান বলেন, মাদকের ভয়াবহতা প্রতিরোধ গণআন্দোলন গড়ে তুলতে হবে। এরইমধ্যে এ ধরনের কর্মসূচি সাড়া পেয়েছে। মানুষ চাচ্ছে প্রতিরোধ করা হোক। মাদক ব্যবসার সঙ্গে জড়িত প্রভাশালী সিন্ডিকেটের বিরুদ্ধে একা দাঁড়িয়ে প্রতিরোধ করা সম্ভব নয়। তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনীরও অনেক সীমাবদ্ধতা আছে। তাই যতটকু সম্ভব এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন মাদকের সহজলভ্যতা কমিয়ে আনা।
বাংলাদেশ প্রতিদিনের এ আয়োজনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী মিশা সওদাগর, জায়েদ খান, সঙ্গীতশিল্পী হায়দার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড, জিনাত হুদা, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের মনোরোগ বিশেষজ্ঞ ডা: ফারজানাসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/১১ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা