পদ্মাসেতুতে দুর্নীতির অভিযোগ তুলে অর্থ প্রত্যাহার করায় এই প্রকল্পের যে ক্ষতি হয়েছে, বিশ্বব্যাংককে তার জন্য জরিমানা দিতে হবে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
রবিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে একথা বলেন তিনি।
শেখ সেলিম বলেন, অর্থায়ন বন্ধ করে আজকে আমাদের যে ক্ষতি হল। পদ্মাসেতুর কাজ বিলম্ব হওয়াতে নির্মাণ ব্যয় বেড়ে গেল। এই টাকা জরিমানা হিসাবে বিশ্ব ব্যাংককে দিতে হবে।
তিনি বলেন, এই ষড়যন্ত্র ছিল বাংলাদেশের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। আমাদের স্বাধীনতার বিরুদ্ধে। প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে পদ্মাসেতু করার ঘোষণা করেছিলেন। তাই যখন সবকিছু ঠিকঠাক হলো তখন বিশ্বব্যাংক হঠাৎ করে কথা নাই বার্তা নাই দুর্নীতির কথা বলে অর্থায়ন বন্ধ করে দেয়। একই সাথে আওয়ামী লীগ সরকার ও তার নেতৃত্বকে জনসম্মুখে হেয় করার জন্য বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগে কানাডা কোর্টে মামলা করেছে।