চট্টগ্রামে দুই হাজার পিস ইয়াবাসহ কথিত মামা-ভাগে আটক হয়েছে। তারা হলেন খলিল আহমদ (৫৩) ও মো.আবছার (৩০)। দীর্ঘদিন একসঙ্গে দর্জি পেশায় থাকার সুবাদে তাদের মধ্যে মামা-ভাগ্নে হিসেবে সম্পর্ক গড়ে ওঠে। বছরখানেক আগে দর্জি পেশা ছেড়ে ইয়াবা ব্যবসা শুরু করেন তারা। বুধবার (১৫ ফেব্রুয়ারি) এই মামা-ভাগ্নেকে আটক করে নগরীর বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।
গ্রামের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম নগরীতে এনে বিক্রি করতেন তারা। ঢাকায় খদ্দের ও দাম বাড়ায় গত কয়েক মাস ধরে ইয়াবা ঢাকায় এনে বিক্রি করতেন।
আটকের সময় মামার কাছ থেকে ৮০০ এবং ভাগ্নের কাছ থেকে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন।
তিনি বলেন, টেকনাফ থেকে দুই হাজার ইয়াবা নিয়ে নগরীতে এসেছিল 'মামা-ভাগ্নে'। রাতে তাদের ঢাকায় যাওয়ার কথা ছিল। রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমরা বায়েজিদের ইব্রাহিম কটন মিলের সামনে থেকে তাদের আটক করি। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ