সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বর্তমান সরকারের অত্যাচারের কারণে দেশের মানুষ ধৈর্য্যের শেষ পর্যায়ে চলে এসেছে। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন এবং সংগঠনটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অবশ্যই অংশগ্রহণ করবে, তবে শেখ হাসিনার অধীনে নয় এমন মন্তব্য করে তিনি বলেন, আগামী দিনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যে কোন আন্দোলনের ডাকে সাড়া দিয়ে তারা এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন।
আলোচনা সভায় বিএনপির আরেক ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিতে চায়, তবে বিতর্কিত সরকার প্রধান শেখ হাসিনার অধীনে নয়। আমাদের কী এমন দায় পড়েছে, তাঁর (শেখ হাসিনা) অধীনে নির্বাচনে যেতে হবে?
বিডি প্রতিদিন/এ মজুমদার