চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার এক মাদ্রাসার তিন শিক্ষার্থীর রহস্যজনক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়া তিন মাদ্রাসা শিক্ষার্থী হলেন মো. ইমরান (১০), মো. সাজ্জাদ (৯) এবং মো. ফয়সাল। তারা গত বুধবার নিখোঁজ হলেও শুক্রবার রাতে এ বিষয়ে থানায় ডারেরি করেন ওই মাদ্রাসার শিক্ষক। এরপর তাদের নিখোঁজের বিষয়টি প্রকাশ্যে আসে। নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীই বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের দারুল কোরআন হেফজখানার শিক্ষার্থী। তাদের তিন জনরই গ্রামের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী থানায়।
বোয়ালখালী থানার ওসি সালাউদ্দিন চৌধুরী বলেন, বুধাবার দুপুরের খাবারের পর নিখোঁজ হয় ওই তিন শিক্ষার্থী। তারা বয়সে ছোট হওয়ায় জঙ্গিবাদের সম্পর্ক্ততার বিষয়টি সন্দেহ করছি না। তবে বিষয়টা গুরুত্বের সহকারে নেয়া হয়েছে।
তিন ছাত্রের নিখোঁজের বিষয়টি তদন্ত করছেন বোয়ালখালী থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন। তিনি বলেন, থানায় ডায়েরি হওয়ার পর মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং ওই তিন শিশুর পরিবারের সাথে কথা বলেছি। তারা নিখোঁজের বিষয়ে কিছু বলতে পারেনি। ধারণা করছে- মাদ্রাসা থেকে তাদের লেখাপড়ার জন্য চাপ দেয়ায় তারা পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার