চট্টগ্রাম নগরীতে চোর সন্দেহে মো. বাবুল নামে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়েছে। শুক্রবার সকালে নগরীর বন্দর থানাধীন কলসী দীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল একই এলাকার আবদুর রশিদের ছেলে। শনিবার এ ঘটনায় এলাকাবাসীকে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ভেন্ডা পাড়ায় একটি স্টেশনারি দোকান চুরি হয়। এ চুরিতে জড়িত থাকার সন্দেহে বাবুলকে ধরে নিয়ে যায় এলাকাবাসী। পরে তাকে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। শুক্রবার রাতে তার লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ