চট্টগ্রাম নগরীর ষোলশহরের মসজিদ গলি এলাকায় আজ সন্ধ্যার দিকে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারের স্পর্শে সাইফুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। জানা যায়, ষোলশহরের দুই নম্বর গেট এলাকায় একটি খোলা জায়গায় সাইফুল ইসলামসহ আরো কয়েকজন মিলে ক্রিকেট খেলছিল। এক পর্যায়ে ছিটকে পড়া বল কুড়িয়ে আনতে গেলে রাস্তার পাশে পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে অজ্ঞান হয়ে যায় সে। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক রসিক চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার