রাজধানীর শাহ আলী থানার বেড়িবাঁধ এলাকায় বস্তার ভেতর থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। আজ বিকেল ৩টার দিকে ওই নবজাতকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নবজাতক বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢামেক নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান মনিষা ব্যানার্জি জানান, উদ্ধরকৃত নবজাতকের শরীরে মশা ও পোকা-মাকড়ের কামড়ের দাগ রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার