রাজধানীর তেজগাঁও ও কদমতলীতে পৃথকভাবে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার ভোর সাড়ে ৫টা ও বেলা ১১টার দিকে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- এনামুল হক (২০) ও আনিসুর রহমান (২৩)।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, এনামুল তেজগাঁও লাভ রোডের একটি ছাপাখানায় চাকরি করেন। সকালে ছাপাখানার সামনের একটি গাছে উঠলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মুমূর্ষু অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে কদমতলীর মুরাদপুর এলাকায় নিজ বাড়িতে ওয়েল্ডিং করার সময় আনিসুর বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
লাশ দু’টি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/১২ মার্চ ২০১৭/এনায়েত করিম