শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমরা সব শিক্ষার্থীর জন্য মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে চাই। কিন্তু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো তাদের নূন্যতম শর্তপূরণ করতে পারেনি। যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যারা এখনো নিজস্ব ক্যাম্পাসে যায়নি, যারা একাধিক ক্যাম্পাসে পাঠদান কর্মসূচি পরিচালনা করছে; তারা আইন অনুসারে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় চালাতে না পারলে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেওয়া হবে। শুধু তাই নয় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।
রবিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ইস্টার্ন ইউনিভার্সিটির ৫ম সমাবর্তনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
নাহিদ বলেন, স্বাধীনতাবিরোধীরা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মেধাবী তরুণ সমাজকে সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার অপচেষ্টা করছে। আমি আশা করবো এসব কোমলমতি তরুণরা যাতে বিপদগামী না হয় এজন্য সবাই সজাগ দৃষ্টি রাখবেন।