ঢাকা মাহানগর দায়রা জজ আদালত চত্বর থেকে ভোলা-২ আসনে সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমকে গ্রেফতারের চেষ্টা করার অভিযোগ উঠেছে। রবিবার সকালে সাদা পোষাকধারী এক দল লোক দুর্নীতি দমন কামিশনের পরিচয় দিয়ে এ চেষ্টা চালায় বলে সাংবাদিকদের জানান হাফিজ ইব্রাহিম। পরে আইনজীবীদের বাধার মুখে তাকে আর তুলে নিতে পারেনি।
জানা গেছে, অন্য একটি মামলায় রবিবার হাজিরা দিতে ভোলা-২ আসনে সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম আদালতে যান। কিন্তু কোন গ্রেফতারি পরোয়ানা অথবা নতুন কোন মামলা না থাকা সত্বেও তাকে দুদকের লোক পরিচয় দিয়ে তুলে নেওয়ার চেষ্টা চালায়। এর আগেও হাফিজ ইব্রাহিমের গুলশানের বাসা ও মতিঝিলের ব্যবসায়িক কর্যালয়ে এক দল লোক বিভিন্নভাবে হয়রানির চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।
বিডি-প্রতিদিন/১২ মার্চ, ২০১৭/মাহবুব