রাজধানী মালিবাগে রবিবার দিবাগত রাতে নির্মাণাধীন উড়ালসড়কের গার্ডার পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম স্বপন (৪০)।
এ ঘটনায় কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার পলাশসহ (৩৮) ও পথচারী পলাশ আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
ক্রেন দিয়ে তোলার সময় উড়ালসড়কের গার্ডার ছিটকে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। গার্ডার সরিয়ে ফেলা হয়েছে। সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার/ফারজানা