বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার মোট ১১টি মামলায় ঢাকার বিচারিক আদালতে হাজিরা দেবেন। ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে মামলাগুলোর অভিযোগ গঠনের জন্য শুনানির দিন ধার্য রয়েছে।
মামলাগুলো হলো- রাষ্ট্রদ্রোহের একটি, যাত্রাবাড়ী থানার বিস্ফোরক আইনের মামলা এবং মিরপুরের দারুসসালাম থানায় নাশকতার আট মামলা।
সোমবার খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া এসব মামলায় শুনানিতে বিএনপি চেয়ারপারসন মঙ্গলবার আদালতে হাজির হবেন বলে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। তার বিরুদ্ধে এসব মামলায় অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। তাই মঙ্গলাবার মামলাগুলোর শুনানির ধার্য দিনে তিনি আদালতে উপস্থিত হবেন।
বিডি প্রতিদিন/১৩ মার্চ, ২০১৭/ফারজানা