মৃত্যুদণ্ডে দণ্ডিত শায়খ আবদুর রহমানের ছেলে নাবিল রহমানসহ চার 'জঙ্গি'র মামলার রায় বিচারক অনুপস্থিত থাকার কারণে স্থগিত করা হয়েছে। সোমবার কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নুরুন নাহার বেগম শিউলীর আদালতে আসামিদের বিরুদ্ধে দায়েরকৃত তিনটি মামলার রায় হওয়ার কথা ছিল।
কুমিল্লার অতিরিক্ত পিপি মো. আবু তাহের জানান, বিচারক অনুপস্থিত থাকায় রায় স্থগিত করা হয়েছে। পরে রায়ের তারিখ জানানো হবে।
অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়েরকৃত এ মামলাগুলোয় জঙ্গি নেতা শায়খ আবদুর রহমানের ছেলে নাবিল রহমান ছাড়া অপর আসামিরা হলেন- আলমগীর হোসেন, রঙ্গিলা ওরফে সোহেল ও মোস্তাফিজুর রহমান। ২০০৬ সালের ১৩ মার্চ র্যাব সদস্যরা বিষ্ণুপুর, ছোটরা, কালিয়াজুড়ি ও দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ