রাজশাহীর বাগমারা উপজেলায় অভিযান চালিয়ে এক তালিকাভুক্ত জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সেই তালিকাভুক্ত জঙ্গির নাম খয়ের উদ্দিন (৪০)। সে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি) অন্যতম সদস্য
সোমবার ভোরে খুদিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। খয়ের ওই এলাকার ডুবাই উদ্দিনের ছেলে।
রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, "কথিত বাংলাভাই প্রথমে তাদের সংগঠনের নাম দিয়ে ছিলো জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি)। পরে নাম পরিবর্তন করে তারা এ সংগঠনের নাম রাখে জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি)। দু’টি সংগঠনই নিষিদ্ধ। গ্রেফতার খয়ের এ সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য। জেএমজেবি’র সক্রিয় ক্যাডার হিসেবে খয়ের পুলিশের তালিকাভুক্ত জঙ্গি। তার বিরুদ্ধে বাগামারা থানায় একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের পর খয়েরকে আদালতে পাঠানোর কথা রয়েছে।"
বিডি-প্রতিদিন/ ১৩ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০