রাজাধনীর মালিবাগে উড়াল সেতুর গার্ডার পড়ে হতাহতের ঘটনা অনুসন্ধানে মৌচাক-মালিবাগ ফ্লাইওভার প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার দুপুরে মালিবাগ রেলগেট এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শনকাল এসে উপস্থিত সাংবাদিকদের একথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-এর মেয়র সাঈদ খোকন।
ক্ষতিগ্রস্তু ব্যক্তি ও পরিবারের প্রতি ক্ষতিপূরণ প্রদান ও আহতদের চিকিৎসার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, দুর্ঘটনায় দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।
প্রসঙ্গত, রবিবার দিবাগত গভীর রাতে মালিবাগ রেলগেট সংলগ্ন নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে স্বপন নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক প্রকৌশলী ও পথচারী। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ, ২০১৭/মাহবুব