রাজধানীর ডেমরায় বিদেশি পিস্তল ও গুলিসহ মো. আলামিন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১০টায় ডেমরার ডগাইর ছোট মুরগির ফার্ম এলাকা থেকে তাকে আটক করা হয়।
আলামিন মাদারীপুরের সদর থানার ঝিগের হাতি গ্রামের জাহাঙ্গীর মাতাব্বরের ছেলে। যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকার স্বপনের বাড়িতে ভাড়া থাকতো সে।
ডেমরা থানার এসআই আমিনুল দাবি করেন, আলামিন একজন সন্ত্রাসী। তার শরীর তল্লাশি করে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ডেমরা থানার ওসি এসএম কাওসার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডগাইর ছোট মুরগির ফার্ম এলাকা থেকে আলামিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ