রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে হতাহতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হযেছে। তদন্তে কারও গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মালিবাগ রেলক্রসিংয়ে নির্মাণাধীন ফ্লাইওভারের উপরে কয়েকদিন ধরে একটি গার্ডার বসানো হচ্ছিল। রবিবার দিবাগত রাত ২টার দিকে ক্রেন দিয়ে আরেকটি গার্ডার উপরে তুলতে গিয়ে আগের বসানো গার্ডারটি নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই স্বপন নামে একজন মারা যান। আহত হন তিনজন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে মেয়র বলেন, একজন অতিরিক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মাননীয় মন্ত্রী বলেছেন, তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।
সাঈদ খোকন বলেন, ফ্লাইওভার দুর্ঘটনার ব্যাপারে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। কাউকে কোনোভাবেই একবিন্দু ছাড় দেওয়া হবে না।
২০১২ সালে চট্রগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের গার্ডার ভেঙে হতাহত হয়েছিলেন বহু মানুষ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ