রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির নির্ধারিত বর্ধিত ফি এক বছরের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে শিক্ষা বোর্ডের প্রবিধানমালার ৩৯ ধারা, যার মাধ্যমে অ্যাডহক কমিটি করা হয়েছে, তা কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না- জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ঢাকার ডিসিসহ নয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সোমবার আইনজীবী ইউনুছ আলী আকন্দের রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
প্রসঙ্গত, অ্যাডহক কমিটির মাধ্যমে ভিকারুননিসা কর্তৃপক্ষ স্কুল পর্যায়ে মাসে ৩০০ ও কলেজ পর্যায়ে ৫০০ টাকা হারে বেতন বাড়িয়েছে। তাছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে বার্ষিক ৫০০ টাকা ‘হিতৈষী ভাতা’ নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ