আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সাউথ এশিয়া রিজিওনের একটি অফিস বাংলাদেশে প্রতিষ্ঠার প্রস্তাবের ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
সোমবার (১৩ মার্চ) রাজধানীর সোনারগাঁও হোটেলে ১৪ দেশের পুলিশ প্রধানদের নিয়ে আয়োজিত কনফারেন্সের ২য় দিনের আলোচনা শেষে আইজিপি সাংবাদিকদের এ তথ্য জানান।
আইজিপি বলেন, আমরা ইন্টারপোলের সেক্রেটারি জেনারেলকে প্রস্তাব দিয়েছিলাম। ইন্টারপোল বিষয়টি বিবেচনা করবে বলে তিনি জানিয়েছেন।
শহীদুল হক বলেন, অফিস স্থাপনের জন্য জায়গা নির্বাচন ও অফিস তৈরির বিষয়টি আমাদের করতে বলেছেন। বিষয়টি নিয়ে আমাদের কাজ করতে হবে। তারপরও সরকারের পক্ষ থেকে যদি গ্রিন সিগন্যাল পাওয়া যায় তবেই আমরা অগ্রসর হবো।
বিডি-প্রতিদিন/এস আহমেদ