রাজধানীর হাজারীবাগে একটি এক তলা বাসার দরজা ভেঙে আজ বিকেল ৪টার দিকে সামছুর নাহার আশা বৃষ্টি (২৩) নামে ইডেন কলেজের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সংবাদ পেয়ে হাজারীবাগ থানার পুলিশ বৃষ্টির লাশ উদ্ধার করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত বৃষ্টি ইডেন কলেজের ছাত্রী ছিলেন। প্রাথমিকভাবে জানতে পেরেছি, মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বৃষ্টি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার