আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের বিরুদ্ধে চক্রান্তকারী ও জঙ্গিবাদের সমর্থনকারীদের আগামী নির্বাচনে দেশের জনগণ চূড়ান্তভাবে পরাজিত করবে।
আজ বুধবার রাজধানীর শাহবাগস্থ জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে গণ আজাদী লীগ আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিকদের সম্মাননা প্রদান উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৩০ জন শিল্পী, কবি ও লেখককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
নাসিম বলেন, ‘একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে। বর্তমানে জঙ্গিবাদের নামে মানুষ হত্যা করা হচ্ছে। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে দেশের জনগণ এসব ষড়যন্ত্রকারীদের জবাব দেবে।’
আয়োজক সংগঠনের সভাপতি এস কে সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণআজাদী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতা উল্লা খান প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/২৯ মার্চ ২০১৭/এনায়েত করিম