সিলেটের আতিয়া মহলে নিহত জঙ্গিদের মধ্যে বাগমারার মাইনুল ইসলাম মুসা আছে কি না তা নিশ্চিত হতে তার মা, ভাই ও বোনকে আটক করে ঢাকায় পাঠিয়েছে পুলিশ।
বুধবার বিকেলে তাদের জিজ্ঞাসাবাদের কথা বলে বাগমারা থানা পুলিশ নিয়ে যায়। সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঞা।
পুলিশ সুপার জানান, সিলেটে নিহত জঙ্গিদের মধ্যে জেএমবির শীর্ষ নেতা মাইনুল ইসলাম মুসা থাকতে পারে বলে আইন-শৃংঙ্খলা বাহিনী ধারণা করছে। বিষয়টি নিশ্চিত হতে তার স্বজনদের ডিএনএ পরীক্ষা করা হবে। এ কারণে বিকেলে মুসার মা সুফিয়া বেগম, তার ভাই ও বোনকে ঢাকায় পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন