দেশব্যাপী চলমান জঙ্গিবাদের বিরুদ্ধে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর ছাত্রলীগ।
বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। জঙ্গিবাদের মূলোৎপাটন করতে হবে। এজন্য প্রয়োজন সম্মিলিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন