সাভারে আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০জন।
বুধবার বিকেলে আশুলিয়ার নয়ারহাট বাজার এলাকায় পাথালিয়া ইউপির চেয়ারম্যান পারভেজ দেওয়ান ও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেমের গ্রুপের মধ্যে এ ঘটনা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের নাম রহিম মিয়া (৪৮)। সে আওয়ামী লীগ কর্মী ও পাথালিয়ার চাকল গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।
এঘটনার নিহত রহিমের স্ত্রী রুমা আক্তার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পারভেজ চেয়ারম্যানের লোকজন আমার স্বামীকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে রহিমের পরিবার।
বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন