সামান্য কথা কাটাকাটির জের ধরে নগরীর জিইসি মোড়ে অন্তত ১৫টি দোকানে ভাঙচুর চালিয়েছে এমইএস কলেজ ছাত্রলীগের দু’গ্রুপের কর্মীরা। বুধবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এক দোকানদার সূত্রে জানা গেছে, এমইএস কলেজ ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে কোন একটি বিষয় নিয়ে ক্যাম্পাসে কথা কাটাকাটি হয়। ক্যাম্পাস থেকে বেলা ২টার দিকে সেন্ট্রাল প্লাজায় এসে তারা হঠাৎ করে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর শুরু করে। এতে কমপক্ষে ১৫ দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে।
চকবাজার থানার এএসআই আবুল কালাম জানান, এমইএস কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। তারা এক পর্যায়ে সেন্ট্রাল প্লাজায় গিয়ে ৪/৫টি দোকানে ভাঙচুর চালায়। তবে কারা এ ভাঙচুর করেছে, তা এখনো নিশ্চিত হতে পারিনি। ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করার কাজ চলছে। মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি জানান, ইদানিং জিইসি মোড়ে কোন সমস্যা হলেই ছাত্রলীগের নাম চলে আসে কেন বুঝি না। অন্যরাও করতে পারে। যারা এ ভাংচুরের সাথে জড়িত তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আমরা কোন হামলাকারী, ভাংচুরকারীর পক্ষে নই।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন