গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এ আইনউদ্দিন (৫২) নামে এক আসামির মৃত্যু হয়েছে। তিনি কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। বুধবার দিবাগত গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে গেলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
আইনউদ্দিন গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরদুর্লভখা এলাকার মৃত মহর আলীর ছেলে।
কাশিমপুর কারাগার-২ এর জেলার মো. আনোয়ার হোসেন বলেন, রাত পৌনে ১টার দিকে হত্যা মামলার আসামি আইনউদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে প্রথমে কারা হাসপাতালে ও পরে রাত আড়াইটার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর কিছু সময় পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইনউদ্দিন ২০১০ সালে ২ আগস্ট একটি হত্যা মামলার আসামি হন। ২০১৬ সালের ২৪ জানুয়ারি থেকে কাশিমপুর কারাগার-২ এ বন্দি এ আসামি হৃদযন্ত্রজনিত রোগে ভুগছিলেন।
আইনউদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওই জেলার।
বিডি প্রতিদিন/৩০ মার্চ ২০১৭/এনায়েত করিম