কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া এই নির্বাচনে সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের বেশ উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সকাল ৯টার দিকে কুমিল্লা মডার্ন স্কুল কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। অন্যদিকে, সকাল ৯টা ২০ মিনিটে হোচ্ছা মিয়া হাইস্কুল কেন্দ্রে ভোট দেন বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মো. মনিরুল হক সাক্কু।
নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাসদ ও স্বতন্ত্র থেকে চারজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল লড়াই আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যেই হবে বলে ধারণা করছেন এলাকাবাসী।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে প্রথমবারের মতো বড় কোনো নির্বাচন এটি।
বিডি প্রতিদিন/৩০ মার্চ ২০১৭/হিমেল