বাংলাদেশি কানাডিয়ান কানাডিয়ান বাংলাদেশি (বিসিসিবি) এর বাংলাদেশ চ্যাপ্টারের একটি প্রতিনিধিদল ঢাকা সফররত কানাডা বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশীপ গ্রুপের চেয়ার নাথানিয়াল আরস্কিন স্মিথ এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন।
শনিবার দুপুরে হোটেল ওয়েস্টিনে এই সৌজন্য সাক্ষাতে দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
টরন্টোর বাঙালি অধ্যূষিত বিচেস ইস্ট ইয়র্ক এলাকা থেকে নির্বাচিত এমপি নাথানিয়াল আরস্কিন স্মিথ ইন্টার কান্ট্রি পার্লামেন্টারি এর সম্মেলনে অংশ নিতে ঢাকা সফরে রয়েছেন।
আলোচনায় বহুসংস্কৃতির দেশ কানাডায় বাঙালী কমিউনিটির উন্নয়নে বিসিসিবির ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, কানাডায় বাংলাদেশি কমিউনিটি একটি বর্ধনশীল কমিউনিটি। কানাডার বহুমাত্রিক সমাজ গঠনে বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ এবং উৎসাব্যাঞ্জক ভূমিকা রাখছে। তিনি আশা প্রকাশ করেন, কানাডায় বাংলাদেশি কমিউনিটির ইতিবাচক অগ্রযাত্রায় বিসিসিবি অগ্রণী ভূমিকা রাখবে।
বিসিসিবি ঢাকা চ্যাপ্টারের প্রধান মো. আতাউল্লাহ এবং উপদেষ্টা তানিম হাসান ও মোরশেদুল কাদের খলিলীর নেতৃত্বে বিসিসিবি প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন তানভির হোসেন, আশরাফুল আলম, ড.আহমেদ হোসেন, শামসুল মুকতাদির, তৌফিক হোসেন, সোহেল মাহমুদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল, ২০১৭/মাহবুব