বকেয়া বেতন-ভাতার দাবিতে টানা সাত দিন ধরে চলমান বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতিসহ অবস্থান ধর্মঘট প্রত্যাহার হয়েছে। সমঝোতার ভিত্তিতে আগামীকাল সোমবার থেকে তারা কাজে যোগদানের আশ্বাস দিয়েছেন।
বকেয়া বেতন-ভাতার দাবিতে টানা সাত দিন ধরে কর্মবিরতিসহ অবস্থান ধর্মঘট করে আসছিল বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী-শ্রমিকরা। এতে নগর ভবনের দাপ্তরিক কর্মকান্ডসহ জরুরি নাগরিক সেবাসমূহ বন্ধ হয়ে পড়ে। নগরি পরিণত হয় ময়লা-আবর্জনার ভাগাড়ে। দুর্গন্ধে রাস্তাঘাটে চলাও দায় হয়ে পড়েছিল। এতে চরম ক্ষুব্ধ হয় নগরবাসী। গত শনিবার এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা বকেয়া বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। অপরদিকে রবিবার মেয়র আহসান হাবিব কামাল এক সংবাদ সম্মেলন করে কর্মচারীদের বকেয়া পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাজে যোগ দেয়ার আহ্বান জানান। তারপরও তারা কাজে যোগ না দিয়ে নগর ভবনের সামনে ময়লা বোঝাই গাড়ি রেখে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট অব্যাহত রাখেন।
এ অবস্থায় জেলা প্রশাসন ও মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যস্থতায় রবিবার বিকেলে সিটি মেয়র ও কাউন্সিলরদের সাথে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের ত্রি-পাক্ষিক সমঝোতা সভা অনুষ্ঠিত হয়। নগরীর সদর রোডে সিটি করপোরেশনের বর্ধিত এনেক্স ভবনে প্রায় তিন ঘন্টাব্যাপী ওই সমঝোতা সভায় মেয়র আহসান হাবিব কামাল স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া তিন মাসের বেতন পরিশোধ ও পাঁচ মাসের প্রভিডেন্ট ফান্ডের অর্থ বরাদ্দ এবং দৈনিক মজুরী ভিত্তিক শ্রমিকদের দুই মাসের বকেয়া প্রদানে সন্মত হন। এর প্রেক্ষিতে মধ্যস্থতাকারীদের অনুরোধে আন্দোলনকারীরা আগামীকাল সোমবার থেকে কাজে যোগ দেয়ার সিদ্ধান্ত নেন।
সভায় মেয়র কামাল, তিন প্যানেল মেয়র কেএম শহীদুল্লাহ, মোশারেফ আলী খান বাদশা ও তাছলিমা কালাম পলিসহ অন্যান্য কাউন্সিলরগণ, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, মেট্রোপলিটনের উপ-কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান, মহানগর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসএম জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান বাবুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ