কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বরিশালে ছাত্রদলের বের করা মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। রবিবার বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল সংলগ্ন দলীয় কার্যালয় চত্বর থেকে জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে একটি মিছিল বের হয়। মিছিলটি অশ্বিনী কুমার হলের মূল ফটক অতিক্রমকালে পুলিশের বাধার মুখে পড়ে।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে মহানগর ছাত্রদলের আহ্বায়ক খন্দকার আবুল হাসান লিমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ হাসান মামুন, যুগ্ম আহ্বায়ক তছলিমউদ্দিন, হাফিজ উদ্দিন আহমেদ বাবলু ও অহিদুজ্জামান রুবেল প্রমুখ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ